পথচারীদের হাতে ইফতার

[su_dropcap style=”simple” size=”5″]শু[/su_dropcap]ক্রবার (০৭মে ২০২১) রাজধানীর ধানমন্ডিতে  বাংলাদেশ ফার্মাসিষ্ট ফোরাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার উদ্যোগে পথচারীদের হাতে ইফতার
শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রি বিতরন করা হয়েছে।‘সংগঠনটির পৃষ্ঠপোষকতা করছেন ফার্মেসী ডিপার্ট্মেন্টের সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীরা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামে কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ-সম্পাদক, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমাজসেবক, তরুন নেতৃত্ব, বাংলাদেশে হসপিটাল ফার্মেসী বাস্তবায়ন আন্দোলনের অন্যতম পুরোধা জনাব সাদেক আহমেদ সৈকত ভাই।
 এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী , অন্যতম প্রধান এল্যামনাই, বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের কেন্দ্রীয় যুগ্ম-সাধারন  সম্পাদক, কলাবাগান থানা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক,   রাশেদুজ্জামান সরদার শরণ ।
রাশেদুজ্জামান সরদার শরণ  বলেন, ‘সমাজের অসহায় মানুষদেরকে  ইফতার বিতরন করতে পেরে খুব ভালো লাগছে। করোনার এই কঠিন সময়ে আমরা সকলে সকলের বিপদে এগিয়ে আসলেই এই মহামারির সঙ্গে লড়াই করে বিজয়ী হওয়া সম্ভব।’

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *