অসহায় শীতার্তদের পাশে ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটি (বিইউপিএস)

অসহায় শীতার্তদের পাশে ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটি (বিইউপিএস)

রাজধানীর দরিদ্র ও অসহায় শীতার্তরা যখন কষ্ট পাচ্ছে, ঠিক তখনই তাদের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ।

১৬ই জানুয়ারি (রোববার) ‘প্রজেক্ট হোপ’ নামের এই ইভেন্টটির মাধ্যমে ৫০টি কম্বল ইউনিভার্সিটির ক্লিনিং ক্রূদের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও মহাখালীর টি এন্ড টি মাঠে করাইল বস্তিতে আরও ৫০টি কম্বল ও প্রায় ১০০টি শীতবস্ত্র বিতরন করা হয়।

অসহায় শীতার্তদের পাশে ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটি (বিইউপিএস)

প্রজেক্টটির কার্যক্রমের সময় সেখানে ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটি (বি.ইউ.পি.এস) আ্যডভাইজার ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. শাহানা শারমিন ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এই করোনা মহামারীর কারণে তারা সবাই বিশেষ নিরাপত্তা পদক্ষেপ বজায় রেখে বস্ত্র বিতরণের কাজ সম্পন্ন করেন।

অসহায় শীতার্তদের পাশে ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটি (বিইউপিএস)

শীতে কষ্ট পাওয়ার পর যখন করাইল বস্তিতে বসবাসরত আমেনা খাতুন শীতবস্ত্র গ্রহণ করেন, তিনি জানান ‘‘এই শীতে আমগো অনেক কষ্ট হইছে। কম্বল পাইয়া আমি অনেক খুশি। মোর মেয়েও শীতের জামা পাইছে।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *