উক্ত নির্বাচনে প্রতিষ্ঠা সভাপতি নির্বাচিত হয়েছে আব্দুল্লাহ আল মিরান (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) এবং প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মোঃ মানিক হোসেন (২০১৮-১৯ শিক্ষাবর্ষ)। বিপিএসএ,আইইউ (২০২১-২২) নির্বাচনের সকল কার্যক্রম পর্যবেক্ষণ করেন ফার্মেসি বিভাগের সম্মানিত সভাপতি অর্ঘ্য প্রসূন সরকার এবং নির্বাচনে বিভাগের সকল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ্যাসোসিয়েশনের অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন— সহ-সভাপতি মোঃ তৌফিক আজাদ (২০১৭-১৮ শিক্ষাবর্ষ), সাংস্কৃতিক সম্পাদক মেহজাবিন স্নিগ্ধা (২০১৭-১৮ শিক্ষাবর্ষ), সেমিনার ও সিম্পোজিয়াম সম্পাদক মাসকুরা আলম একা (২০১৭-১৮ শিক্ষাবর্ষ), ক্রীড়া সম্পাদক মইনুল ইসলাম (২০১৮-১৯ শিক্ষাবর্ষ), জুনিয়র সহ-সভাপতি সজিব হোসেন (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাফিস সাদিক (২০১৮-১৯ শিক্ষাবর্ষ)।
এছাড়া কোষাধাক্ষ্য সাইফ ইমরান (২০১৯-২০ শিক্ষাবর্ষ), সহ-ক্রীড়া সম্পাদক মোঃ মতিউর রাহমান (২০১৯-২০ শিক্ষাবর্ষ), প্রকাশনা সম্পাদক মুসাব শাহরিয়ার (২০১৯-২০ শিক্ষাবর্ষ) সাধারণ সদস্য সুমন রয় (২০১৯-২০ শিক্ষাবর্ষ) এবং কার্যকারী সদস্য নির্বাচিত হয়েছে আহমদ খালিদ (২০২০-২১ শিক্ষাবর্ষ) ও জান্নাতুল মাওয়া (২০২০-২১ শিক্ষাবর্ষ)।
গঠনতন্ত্র অনুযায়ী উপদেষ্টা পদে থাকবেন সাবেক সভাপতি কিন্তু বিপিএসএ,আইইউ নবীন এ্যাসোসিয়েশন হওয়ার ফলে উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করবেন ফার্মেসি বিভাগের সম্মানিত সভাপতি অর্ঘ্য প্রসূন সরকার। আগামী ১ বছর উক্ত কমিটির সদস্যরা বিপিএসএ,আইইউ এর দায়িত্ব পালন করবেন।