এশিয়া ফার্মা এক্সপো ২০২৪

এশিয়া ফার্মা এক্সপো ২০২৪

[su_dropcap style=”simple” size=”5″]১[/su_dropcap]৫ তম এশিয়া ফার্মা এক্সপো  এশিয়া ল্যাব এক্সপো ২০২৪  অনুষ্ঠিত হচ্ছে আগামি ২৯ ফেব্রুয়ারি থেকে । তিনদিনের এই এক্সপো চলবে ২রা মার্চ পর্যন্ত । বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (বিএপিআই) এই ফার্মাসিউটিক্যাল প্রদর্শনীর আয়োজন করছে।

এশিয়া ফার্মা এক্সপো ২০২৪
এশিয়া ফার্মা এক্সপো ২০২৪

ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, বসুন্ধরা (আইসিসিবি) তে অনুষ্ঠিত হবে এই এক্সপো। এবার মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, জার্মানি, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, ইতালি, জাপান, সুইজারল্যান্ড, তাইওয়ান এবং আয়ারল্যান্ড সহ প্রায় ৩২ টি দেশ অংশগ্রহণ করবে। এক্সপো তে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৬৭০ স্টল থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানগুলি তাদের পণ্য ও সেবা সম্পর্কিত বিভিন্ন বিষয় প্রদর্শন করবে যা ফার্মাসিউটিক্যাল প্রসেসিং ও প্যাকেজিং যন্ত্রপাতি, বায়োটেক ল্যাব সরঞ্জাম, এপিআই এবং বাল্ক ড্রাগস প্লান্ট , ফার্মাসিউটিক্যাল ফরমুলেশন এবং কন্ট্রাক্ট ম্যানুফেকচারিং এ সহায়তা করবে। এবারের এক্সপোতে ১২ হাজারের বেশি দেশি বিদেশি দর্শনার্থী অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *